Walton Primo R10 এর দাম কত বাংলাদেশে | Walton Primo R10 Price in Bangladesh 2023

Walton Primo R10 এর দাম কত বাংলাদেশে
বাংলাদেশে বাজেটস ফোনের মধ্যে ওয়ালটন তাদের নতুন স্মার্ট Walton Primo R10 ফোন লঞ্চ করল। Walton Primo R10 এর দাম ১২৯৯৯ টাকা থেকে শুরু হয়েছে। আজকে আমরা Walton Primo R10 এর দাম কত বাংলাদেশে এবং এর স্পিসিফিকেশন নিয়ে আলোচনা করব। Walton Primo R10 ফোনের দাম এবং বিভিন্ন তথ্য জানতে আমাদের পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

রিলিজ তারিখনভেম্বর ২০২২
কালার Bottle Green, Ford Bule, এবং Midnight Green
নেটওয়ার্ক 2G, 3G, 4G
মেমোরি মোবাইলটি বর্তমানে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ফোনটির ফোন মেমোরি ভেরেন্ট হলো eMMC 5.1। সাথে ১২৮ জিবি পর্যন্ত মাইক্রো এইচডি কার্ড ব্যবহার করার সুবিধা থাকছে।
অপারেটিং সিস্টেমঅ্যান্ড্রয়েড ১১
ইউএসবি টাইপ ইউএসবি টাইপ সি ২.০
ডিসপ্লে মোবাইলটিতে 6.52 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে যার রেজুলেশন ৭২০×১৬০০ পিক্সেল।
মেইন ক্যামেরাWalton Primo R10 ফোনটির পেছনের রয়েছে মোট তিনটি ক্যামেরা (১৩+২+২) মেগাপিক্সেল। যা দ্বারা সর্বোচ্চ 1080p রেজুলেশনে ভিডিও করা যাবে।
সেলফি ক্যামেরাফোনটির সামনে ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে। তবে সামনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজুলেশনে ভিডিও করা যাবে।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সরফোনটির সাইডে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
প্রসেসর Walton Primo R10 ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে Unisoc Tiger T610(১২ ন্যানোমিটার)। অক্টাকোর স্পিড 1.8 GHz
ফিউচার ফোনটিতে ব্লুটুথ ভার্সন ৫.০ রয়েছে। এছাড়াও জিপিএস, এফএম রেডিও সহ প্রয়োজনীয় প্রায় সকল সেন্সর রয়েছে।
ব্যাটারি ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 4850 mAh. এবং ফোন থেকে চার্জ দেওয়ার জন্য বক্স এর সাথে পেয়ে যাবেন 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার।

Walton Primo R10 এর দাম কত বাংলাদেশে | Walton Primo R10 price in Bangladesh 2023


ভেরিয়েন্ট দাম
৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম ১২,৯৯৯ টাকা

Walton Primo R10 ফোনটির বর্তমান সময়ের দাম তুলে ধরা হয়েছে। যেকোনো সময় এই ফোনের দাম কম বেশি হতে পারে। তাই ফোনটির অরজিনাল দাম সম্পর্কে জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন। অথবা এই মুহূর্তে সঠিক গানটি জানতে এখানে ক্লিক করুন

Walton Primo R10 ফোনটির ভালো দিক

✔ চমৎকার সুন্দর ডিজাইন
✔ ইউএসবি টাইপ সি পোর্ট
✔ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
✔ প্রসেসর
✔ তিনটা ক্যামেরা সেটআপ

Walton Primo R10 ফোনটির খারাপ দিক

✖ প্রদর্শন সুরক্ষা নেই

শেষ কথা

Walton Primo R10 ফোনটির দাম স্পিসিফিকেশন সম্পর্কে বিস্তারিত সকল তথ্য তুলে ধরা হয়েছে। ফোনটি কিনবেন নাকি কিনবেন না সেটা আপনার ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করবে। আমরা শুধু সঠিক তথ্য গুলো তুলে ধরার চেষ্টা করি। Walton Primo R10 price in Bangladesh 2023 সবাইকে ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url