Realme 10 Pro + 5G এর দাম কত বাংলাদেশে | Realme 10 Pro + 5G Price in Bangladesh 2023

Realme 10 Pro Plus এর দাম কত বাংলাদেশে
Realme তাদের নতুন স্মার্ট ফোন Realme 10 Pro + 5G লঞ্চ করল। Realme 10 Pro + 5G এর অফিসিয়াল দাম 34,999 টাকা থেকে শুরু হয়েছে। আজকে আমরা Realme 10 Pro + 5G এর দাম কত বাংলাদেশে এবং এর স্পিসিফিকেশন নিয়ে আলোচনা করব। Realme 10 Pro + 5G ফোনের দাম এবং বিভিন্ন তথ্য জানতে আমাদের পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

মেনু বিবরন
রিলিজ তারিখ ২৪ নভেম্বর ২০২২
কালার Dark Matter, Hyperspace Gold, Nebula Blue
নেটওয়ার্ক 2G, 3G, 4G, 5G
মেমোরি মোবাইলটি বর্তমানে ৬/৮ জিবি র‍্যাম ও ১২৮/২৫৬ জিবি রম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ফোনটির ফোন মেমোরি ভেরেন্ট হলো UFS 2.2
অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৩
ইউএসবি টাইপ ইউএসবি টাইপ সি ২.০
ডিসপ্লে মোবাইলটিতে ৬.৭২ ইঞ্চি অ্যামুলেট ডিসপ্লে রয়েছে যার রেজুলেশন ১০৮০×২৪০০ পিক্সেল। ডিসপ্লেতে 120Hz রিফ্রেস রেট রয়েছে। যার সর্বোচ্চ ব্রাইটনেস ৮০০ নিট এবং পি-পি-আই 392
মেইন ক্যামেরা Realme 10 Pro + 5G ফোনটির পেছনের রয়েছে মোট তিনটি ক্যামেরা (১০৮+৮+২) মেগাপিক্সেল। যা দ্বারা সর্বোচ্চ 4K 30fps রেজুলেশনে ভিডিও করা যাবে।
সেলফি ক্যামেরা ফোনটির সামনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে। তবে সামনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজুলেশনে ভিডিও করা যাবে।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
চিপসেট Realme 10 Pro + 5G ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 1080 5G (6 ন্যানোমিটার)। অক্টাকোর স্পিড 2.77 GHz
ফিউচার ফোনটিতে ব্লুটুথ ভার্সন 5.2 রয়েছে। এছাড়াও জিপিএস, এফএম রেডিও সহ প্রয়োজনীয় প্রায় সকল সেন্সর রয়েছে।
ব্যাটারি ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh. এবং ফোন থেকে চার্জ দেওয়ার জন্য বক্স এর সাথে পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ৩৭ ওয়ার্ডের ফার্স্ট চার্জার দিয়ে ফোনটিকে 50% চার্জ করতে সময় লাগবে মাত্র 17 মিনিট।

Realme 10 Pro + 5G এর দাম কত বাংলাদেশে | Realme 10 Pro + 5G price in Bangladesh 2023

ভেরিয়েন্ট দাম
6 জিবি র‍্যাম ও 128 জিবি রম 34,999 টাকা
8 জিবি র‍্যাম ও 128 জিবি রম 35,999 টাকা
6 জিবি র‍্যাম ও 256 জিবি রম 37,999 টাকা

Realme 10 Pro Plus ফোনটির বর্তমান সময়ের দাম তুলে ধরা হয়েছে। যেকোনো সময় এই ফোনের দাম কম বেশি হতে পারে। তাই ফোনটির অরজিনাল দাম সম্পর্কে জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন। অথবা এই মুহূর্তে সঠিক গানটি জানতে এখানে ক্লিক করুন


Realme 10 Pro + 5G ফোনটির ভালো দিক

চমৎকার সুন্দর ডিজাইন
প্রসেসর
১০৮ মেগাপিক্সেল ক্যামেরা
বাঁকানো ডিসপ্লে
৬৭ ওয়াটার ফাস্ট চার্জার সাপোর্ট


Realme 10 Pro + 5G ফোনটির খারাপ দিক

বাংলাদেশে দামটা আরো কম হলে ভালো হতো

শেষ কথা

Realme 10 Pro + 5G ফোনটির দাম স্পিসিফিকেশন সম্পর্কে বিস্তারিত সকল তথ্য তুলে ধরা হয়েছে। ফোনটি কিনবেন নাকি কিনবেন না সেটা আপনার ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করবে। আমরা শুধু সঠিক তথ্য গুলো তুলে ধরার চেষ্টা করি। Realme 10 Pro + 5G price in Bangladesh 2023
সবাইকে ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url