Vivo Y02s এর দাম কত বাংলাদেশে | Vivo Y02s price in Bangladesh 2023

Vivo Y02s এর দাম কত বাংলাদেশে
বাংলাদেশে বাজেটস ফোনের মধ্যে ভিভো তাদের নতুন স্মার্ট ফোন লঞ্চ করল। আজকে আমরা vivo y02s এর দাম কত বাংলাদেশে এবং এর স্পিসিফিকেশন নিয়ে আলোচনা করব। Vivo Y02s ফোনের দাম এবং বিভিন্ন তথ্য জানতে আমাদের পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

রিলিজ তারিখ ২২ আগস্ট ২০২২
কালার স্পন্দনশীল নীল ও ফ্লোরাইড কালো
নেটওয়ার্ক 2G, 3G, 4G
মেমোরি মোবাইলটি বর্তমানে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ফোনটির ফোন মেমোরি ভেরেন্ট হলো eMMC 5.1
ডিসপ্লে মোবাইলটিতে 6.51 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে যার রেজুলেশন ৭২০×১৬০০ পিক্সেল। ডিসপ্লেটির পিপিআই ২৭০
মেইন ক্যামেরা Vivo Y02s ফোনটির পেছনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল। যা দ্বারা সর্বোচ্চ 1080p রেজুলেশনে ভিডিও করা যাবে।
সেলফি ক্যামেরা ফোনটির সামনে ৫ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে। তবে সামনের ক্যামেরা দিয়ে কোন ভিডিও রেকর্ডিং করার অপশন নেই।
অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২
ইউএসবি টাইপ ইউএসবি টাইপ সি ২.০
ফিউচার ফোনটিতে ব্লুটুথ ভার্সন ৫.০ রয়েছে। এছাড়াও জিপিএস, এফএম রেডিও সহ প্রয়োজনীয় প্রায় সকল সেন্সর রয়েছে।
চিপসেট Vivo Y02s ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio P35(১২ ন্যানোমিটার)। অক্টাকোর স্পিড ২.৩৫ GHz
ব্যাটারি ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে ৫০০০ mAh. এবং ফোন থেকে চার্জ দেওয়ার জন্য বক্স এর সাথে পেয়ে যাবেন 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার।

Vivo Y02s এর দাম কত বাংলাদেশে

Vivo Y02s এর দাম কত বাংলাদেশে | Vivo Y02s Price in Bangladesh 2023

ভেরিয়েন্ট দাম
৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম ১২,৫৯৯টাকা

Vivo Y02s ফোনটির বর্তমান সময়ের দাম তুলে ধরা হয়েছে। যেকোনো সময় এই ফোনের দাম কম বেশি হতে পারে। তাই ফোনটির অরজিনাল দাম সম্পর্কে জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন। অথবা এই মুহূর্তে সঠিক গানটি জানতে এখানে ক্লিক করুন

Vivo Y02s ফোনটির ভালো দিক

✔ চমৎকার সুন্দর ডিজাইন

✔ ইউএসবি টাইপ সি পোর্ট

✔ অ্যান্ড্রয়েড ১২ আপডেট

Vivo Y02s ফোনটির খারাপ দিক

✖ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই
✖ কম পারফরম্যান্স চিপসেট
✖ ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট থাকলে ভাল হত

শেষ কথা

Vivo Y02s ফোনটির দাম স্পিসিফিকেশন সম্পর্কে বিস্তারিত সকল তথ্য তুলে ধরা হয়েছে। ফোনটি কিনবেন নাকি কিনবেন না সেটা আপনার ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করবে। আমরা শুধু সঠিক তথ্য গুলো তুলে ধরার চেষ্টা করি। Vivo Y02s price in Bangladesh 2023 সবাইকে ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url