দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায় (How to Get Google Adsense Approval Fast

দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায়
গুগল এডসেন্স থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনার ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থাকতে হবে। আপনার ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলে অবশ্যই ভালো মানের কনটেন্ট থাকতে হবে।

ভালো মানের কনটেন্ট আপনার ইনকাম বৃদ্ধি করতে সাহায্য করবে। কনটেন্ট ছাড়াও 
গুগল এর আরো কিছু নিয়ম কানুন আছে যেগুলো মেনে চললে আপনি নিশ্চয়ই গুগল এডসেন্স অ্যাপ্রুভাল পাবেন।

Mst. Meaning In Bengali - মোছাঃ এর অর্থ কি? - Mst অর্থ কি?

তবে সকল নিয়ম কানুন মেনেও যদি ভালো মানের কন্টেন্ট তৈরি করতে ব্যর্থ হন তাহলে গুগল এডসেন্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদিও গুগল এডসেন্স অ্যাপ্রভাল পান কিন্তু খুব ভালো ইনকাম করতে পারবেন না।


গুগল এডসেন্স এর সকল টার্মস এন্ড কন্ডিশন ভালোমতো জেনে আসলে আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। আজকে আমরা জানবো কিভাবে গুগলের নিয়ম কারণ মেনে দ্রুত গুগল এডসেন্স পাওয়া যায়।

দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায় (How to Get Google Adsense Approval Fast)

বিশ্বে ওয়েবসাইট থেকে ইনকাম করার বিভিন্ন উপায় থাকলেও গুগল এডসেন্স দিয়ে ইনকাম করতে বেশি কষ্ট করতে হয় না। কারণ গুগল এডসেন্স ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে তাই গুগল এডসেন্স এড কাস্টমাইজ করার তেমন কোন প্রয়োজন হয় না।

আপনি যদি গুগল এডসেন্স থেকে ইনকাম করার উদ্দেশ্যে ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে সবার প্রথমে আপনাকে গুগলের টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে জানতে হবে। আজকে আমরা জানাবো কিভাবে গুগলের নিয়ম মেনে দ্রুত গুগল এডসেন্স পাওয়া যায়।

তবে মনে রাখতে হবে আপনি যদি ১৮+ কন্টেন্ট নিয়ে কাজ করেন অথবা অবৈধ ভাবে কোন কিছু ডাউনলোড অথবা শেয়ার করার চেষ্টা করেন তাহলে আপনি গুগল এডসেন্স পাবেন না। এছাড়াও গুগলের নিয়ম অমান্য করার ফলে আপনার ওয়েবসাইটটি ব্ল্যাকলিস্টে যেতে পারে।

১. Use Premium Domain

আপনার ওয়েবসাইটের জন্য টপ লেভেল ডোমেন এক্সটেনশন ব্যবহার করতে হবে। যেমন (.com, .net, .info ইত্যাদি) ফ্রী ডোমেন অথবা সাবডোমেন ব্যবহার করে কখনোই গুগল এডসেন্স পাওয়া যাবে না।

তবে ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করলে ব্লগারের সাবডোমেন দিয়ে এডসেন্স পাওয়া যাবে তবে তার জন্য অনেক বেশি সময় লেগে যাবে। এছাড়াও ফ্রী ডোমেন এক্সটেনশন যেমন (.tk, .ml) ব্যবহার করে গুগল এডসেন্স অ্যাপ্রুভাল পাওয়া যায় না।

গুগল এডসেন্স পাওয়ার জন্য অবশ্যই আপনাকে গুগলের বিশ্বাস অর্জন করতে হবে। ডোমেন কি এবং ডোমেন কত প্রকার ও কি কি? কোন ওয়েবসাইটের জন্য কোন ধরনের ডোমেন ব্যবহার করা উচিত। ডোমেইন বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

২. Create Important Pages

দ্রুত গুগল এডসেন্স পাওয়ার জন্য গুগলের নির্দেশনা অনুযায়ী আপনার ওয়েবসাইটের জন্য কিছু গুরুত্বপূর্ণ পেজ তৈরি করতে হবে। যেমন: Privacy Policy, Contact Us, Disclaimer, About Us ইত্যাদি।

তবে এই চারটা পেজ অবশ্যই থাকা জরুরী তা না হলে আপনি কখনোই গুগল এডসেন্স এপ্রুভাল পাবেন না। এই পেজগুলো ঠিকঠাক ভাবে তৈরি করতে পারলে আপনি দ্রুত গুগুল এডসেন্স পাবেন।

৩. Fast and clean website

আপনার ওয়েবসাইটের ডিজাইন সুন্দর হতে হবে যাতে ভিজিটর আপনার ওয়েবসাইটে এসে সবকিছু সহজেই বুঝতে পারে। এবং আপনার ওয়েবসাইটির লোডিং স্পিড ফাস্ট হতে হবে। যদি আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড ফাস্ট হয় এবং সিম্পল সুন্দর ডিজাইন হয় তাহলে আপনি দ্রুত গুগল এডসেন্স অ্যাপ্রুভাল পাবেন।

Allah Hafiz Meaning in Bengali - আল্লাহ হাফেজ শব্দের অর্থ কি ?

শুধু দ্রুত গুগল এডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার জন্যই না এছাড়াও আপনার ইনকাম বৃদ্ধি এবং ভিজিটর বাড়ানোর ক্ষেত্রে লোডিং স্পিড এবং ওয়েবসাইট ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

৪. Write a Minimum of 20 Articles

দ্রুত গুগল পাওয়ার জন্য অবশ্যই আপনার ওয়েবসাইটে সর্বনিম্ন ২০টা পোস্ট থাকতে হবে। তবে অনেকেই আছে ১০ থেকে ১৫ টা পোস্ট দিয়েই গুগল এডসেন্স অ্যাপ্রুয়াল পেয়ে যাচ্ছে। যদি আপনার ওয়েবসাইটে গুগলে সার্চ করে প্রচুর অর্গানিক ভিজিটর আসে সে ক্ষেত্রে বিষয়টি আলাদা।

এছাড়াও আপনার ওয়েবসাইটে যতগুলো ক্যাটাগরি তৈরি করবেন প্রতিটি ক্যাটাগরিতে কমপক্ষে দুইটা করে আর্টিকেল লিখতে হবে। আপনার আর্টিকেলগুলো অর্গানিক হতে হবে অন্য কোথাও থেকে কপি পেস্ট করে আর্টিকেল লিখলে আপনার ওয়েবসাইটটি কখনো র‍্যাঙ্কে আসবে না।

কপি পেস্ট আর্টিকেলে গুগলের এড দেখানো হয় না। যদি আপনার ওয়েবসাইটে কপি পেস্ট আর্টিকেল থাকে তাহলে গুগল এডসেন্স বন্ধ হয়ে যেতে পারে। তাই অর্গানিক উপায়ে নিজের ভাষায় আর্টিকেল লিখতে হবে।

৫. Don't Use Copyright Images

আপনার ওয়েবসাইটে ব্যবহৃত ফটো গুলো অবশ্যই কপিরাইট মুক্ত হতে হবে। অর্থাৎ আপনি যে কোন ওয়েবসাইট থেকে ফটো ডাউনলোড করে আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারবেন না।

যদি আপনার ওয়েবসাইটে কপিরাইট ফটো থাকে তাহলে আপনি গুগল এডসেন্স এপ্রুভাল পাবেন না। কোথায় থেকে কপিরাইট ফ্রি ফটো অথবা ভিডিও ডাউনলোড করা যায় সে বিষয়ে জানতে এখানে ক্লিক করুন

৬. Don't Use Other Ad Networks

আমরা জানি গুগল এডসেন্স ছাড়াও বিশ্বে অনেক অ্যাড নেটওয়ার্ক রয়েছে। তবে আপনি যদি গুগল এডসেন্সের অ্যাপ্রভাল পেতে চান তাহলে গুগল এডসেন্সের জন্য আবেদন করার আগে অবশ্যই অন্যান্য অ্যাড নেটওয়ার্কগুলো ডিলিট করতে হবে।

আপনি যদি অন্য কোন অ্যাড নেটওয়ার্ক দ্বারা আপনার ওয়েবসাইটে এড দেখান তাহলে আপনি গুগল এডসেন্স এপ্রুভাল পাবেন না। তাই যদি অন্য কোন অ্যাড নেটওয়ার্ক আপনার ওয়েবসাইটে এড করা থাকে তাহলে আগে তা ডিলিট করতে হবে।

৭. Write Long Articles

দ্রুত গুগল এডসেন্স পাওয়ার জন্য অবশ্যই আপনার ওয়েবসাইটের আর্টিকেল গুলো বড় হতে হবে। গুগল চাই একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে এসে যে বিষয়টি পড়বেন সেই বিষয়ে যেন সম্পূর্ণ ধারণা পায়।

বর্তমান সময়ে কম্পিটিশন অনুযায়ী বিশেষজ্ঞরা মনে করেন ওয়েবসাইটের জন্য কমপক্ষে ১০০০ থেকে ১৫০০ ওয়ার্ডের আর্টিকেল লেখা প্রয়োজন। তবে অবশ্যই আপনার ওয়েবসাইটে কমপক্ষে ১০ টি আর্টিকেল ১০০০ ওয়ার্ডের উপরে লিখতে হবে।

৮. Age of Site or Domain

গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার জন্য অবশ্যই আপনার ডোমেনের বয়স ০৩ থেকে ০৬ মাস হতে হবে। সবকিছু যদি ঠিক থাকে এবং আপনার ডোমেইনের বয়স যদি ০৩ মাসের উপরে হয় তাহলে অবশ্যই আপনি দ্রুত গুগল এডসেন্স অ্যাপ্রুভাল পাবেন।

গুগলের মতে এশিয়া মহাদেশের জন্য একটি ডোমেনের সর্বনিম্ন বয়স হতে হবে ০৬ মাস। তবে আমি দেখেছি ওয়েবসাইটে ভালো ভিজিটর থাকার কারণে খুব দ্রুতই গুগল এডসেন্স অ্যাপ্রুভাল পাওয়া যায়।

৯. Ad Blocking HTML Tag And Malware

দ্রুত গুগুল এডসেন্স অ্যাপ পাওয়ার জন্য না জেনে বুঝে HTML ট্যাগ এড করবেন না। এবং ভালোভাবে চেক করে নিতে হবে যে আপনার ওয়েবসাইটে কোন ম্যালয়ের আছে কিনা।

যদি আপনার ওয়েবসাইটে ম্যালয়ের থাকে তাহলে আপনি গুগল এডসেন্স এপ্রুভাল পাবেন না। তাই অবশ্যই একটি ভালো মানের টেমপ্লেট অথবা ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করা প্রয়োজন।

বেশিরভাগ ফ্রি টেমপ্লেটে গুগল এডসেন্স অ্যাপ্রুভাল পাওয়া যায় না। তাই আপনারা বুঝেশুনে টেমপ্লেট ইন্সটল করবেন।

১০. Unique Visitor

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিজিটর। অনেকেই মনে করে আপনার ওয়েবসাইটে যদি একটি মাত্র আর্টিকেল থাকে। এবং সেই একটি আর্টিকেলে প্রচুর ভিজিটর আসে তাহলে আপনি তার জন্য গুগল এডসেন্স পেতে পারেন।

অবশ্যই আপনার ওয়েবসাইটে ভালো মানের আর্টিকেল থাকতে হবে যার জন্য আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে। এবং ভিজিটর আনার জন্য আপনাকে এসিও করতে হবে। আমি শিওর দিচ্ছি যদি আপনার ওয়েবসাইটে গুগল সার্চ করে ১০০০ ভিজিটের আসে তাহলে অবশ্যই আপনি গুগল এডসেন্স এপ্রুভাল পাবেন।

শেষ কথা

দ্রুত গুগল এডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার জন্য যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত তা আপনাদের সাথে আলোচনা করেছি। আমি আশা করছি নিশ্চয়ই আল্লাহ আপনাকে সাহায্য করবে। গুগল এডসেন্স পাওয়ার জন্য আপনার চেষ্টা চালিয়ে যান একটু দেরিতে হলেও সফলতা আসবে ইনশাল্লাহ। আমি মনে করি আমাদের এই পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়ে একটি কমেন্ট করবেন।

এছাড়াও আপনার ওয়েবসাইট জনিত যেকোনো সমস্যার জন্য আমাদেরকে কমেন্ট করতে পারেন। অথবা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। আমরা দ্রুত আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে ভাল রাখুক (আল্লাহ হাফেজ)

Next Post Previous Post
3 Comments
  • নামহীন
    নামহীন ২৫ ফেব্রুয়ারী, ২০২৩ এ ৩:৩৭ PM

    খুব সুন্দর ও দরকারি একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

  • নামহীন
    নামহীন ৩১ মার্চ, ২০২৩ এ ১০:১১ PM

    ভালো লাগলো। এটি খুব দরকারী

  • নামহীন
    নামহীন ১১ মে, ২০২৩ এ ১১:২৭ PM

    I'm interested

Add Comment
comment url