Xiaomi Poco M5 এর দাম কত বাংলাদেশে | Xiaomi Poco M5 price in Bangladesh 2023
Xiaomi Poco M5 Price in Bangladesh.
আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জানাবো Poco M5 এর দাম কত বাংলাদেশে। Xiaomi নতুন স্মার্ট ফোন Poco M5 লঞ্চ করেছে। Poco M5 এর অফিসিয়াল দাম ১৬,৪৯৯ টাকা।
Xiaomi Poco M5 ফোনটির বর্তমান সময়ের দাম তুলে ধরা হয়েছে। যেকোনো সময় এই ফোনের দাম কম বেশি হতে পারে। তাই ফোনটির অরজিনাল দাম সম্পর্কে জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন। অথবা এই মুহূর্তে সঠিক দামটি জানতে এখানে ক্লিক করুন।
১৫ হাজার টাকায় পারফেক্ট ফোন
কর্নিং গরিলা গ্লাস এর সাপোর্ট
ডিসপ্লে পারফরমেন্স অনেক ভালো সাথে ৯০ হার্জ রিফ্রেশ রেট
সফটওয়্যার জনিত কোন সমস্যা নাই
ভিডিও ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো
গেমিং পারফরমেন্স অনেক ভালো
ডিসপ্লে বাইটনেস আরেকটু ভালো হলে ভালো হতো।
৬ জিবি র্যাম ভেরিয়েন্ট থাকলে আরেকটু ভালো হতো।
আজকে আমরা Poco M5 এর দাম কত বাংলাদেশে এবং এর স্পিসিফিকেশন নিয়ে আলোচনা করব। আমি আপনাদের জানাবো কোথায় থেকে এই ফোনটি কিনলে ১৪,৫০০ টাকায় কেনা যাবে। Poco M5 ফোনের দাম এবং বিভিন্ন তথ্য জানতে আমাদের পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
মেনু | বিবরন |
---|---|
রিলিজ তারিখ | ২৭ ডিসেম্বর ২০২২ |
কালার | কালো, সবুজ ও হলুদ |
নেটওয়ার্ক | 2G, 3G, 4G |
মেমোরি | মোবাইলটি বর্তমানে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ফোনটির ফোন মেমোরি ভেরেন্ট হলো UFS 2.2 |
অপারেটিং সিস্টেম | অ্যান্ড্রয়েড ১২ |
ইউএসবি টাইপ | ইউএসবি টাইপ সি ২.০ |
ডিসপ্লে | মোবাইলটিতে ৬.৬ ইঞ্চি আই পি এস এলসিডি ডিসপ্লে রয়েছে যার রেজুলেশন ১০৮০×২৪০৮ পিক্সেল। ডিসপ্লেতে 90Hz রিফ্রেস রেট রয়েছে। যার সর্বোচ্চ ব্রাইটনেস 500 নিট এবং পি-পি-আই 401। সাথে কর্নিং গরিলা গ্লাস 3 প্রটেকশন রয়েছে |
মেইন ক্যামেরা | Poco M5 ফোনটির পেছনের (50+2+2) মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। যা দ্বারা সর্বোচ্চ 1080 fps রেজুলেশন এ ভিডিও করতে পারবেন। |
সেলফি ক্যামেরা | ফোনটির সামনে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে। তবে সামনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080fps রেজুলেশনে ভিডিও করা যাবে। |
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর | ফোনটিতে সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে |
চিপসেট | Poco M5 ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G99 (6 ন্যানোমিটার)। অক্টাকোর স্পিড 2.2 GHz |
ফিউচার | ফোনটিতে ব্লুটুথ ভার্সন 5.3 রয়েছে। এছাড়াও ওয়াইফাই, এন এফ সি, জিপিএস, এফএম রেডিও সহ প্রয়োজনীয় প্রায় সকল সেন্সর রয়েছে। |
ব্যাটারি | ফোনটিতে ইন্টারন্যাশনাল ভার্সনে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh. সাথে একটি 22.5 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। |
Xiaomi Poco M5 এর দাম কত বাংলাদেশে | Xiaomi Poco M5 price in Bangladesh 2023
ভেরিয়েন্ট | দাম |
---|---|
৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম | ১৬,৪৯৯ টাকা (আনঅফিসিয়াল) |
Aliexpress থেকে ১৪,৫০০ টাকায় কিনতে | এখানে ক্লিক করুন |
Xiaomi Poco M5 ফোনটির বর্তমান সময়ের দাম তুলে ধরা হয়েছে। যেকোনো সময় এই ফোনের দাম কম বেশি হতে পারে। তাই ফোনটির অরজিনাল দাম সম্পর্কে জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন। অথবা এই মুহূর্তে সঠিক দামটি জানতে এখানে ক্লিক করুন।
Poco M5 ফোনটির ভালো দিক
লেদার ফিনিশ হওয়ার কারণে ফোনটা দেখতে অসম্ভব সুন্দর১৫ হাজার টাকায় পারফেক্ট ফোন
কর্নিং গরিলা গ্লাস এর সাপোর্ট
ডিসপ্লে পারফরমেন্স অনেক ভালো সাথে ৯০ হার্জ রিফ্রেশ রেট
সফটওয়্যার জনিত কোন সমস্যা নাই
ভিডিও ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো
গেমিং পারফরমেন্স অনেক ভালো
Poco M5 ফোনটির খারাপ দিক
সেলফি ক্যামেরাটা আরেকটু বেশি মেগাবাইটের হলে ভালো হতো।ডিসপ্লে বাইটনেস আরেকটু ভালো হলে ভালো হতো।
৬ জিবি র্যাম ভেরিয়েন্ট থাকলে আরেকটু ভালো হতো।