Symphony i73 এর দাম কত বাংলাদেশে | Symphony i73 price in Bangladesh 2023

Symphony i73 Price in Bangladesh.
Symphony i73 এর দাম কত বাংলাদেশে | Symphony i73 price in Bangladesh 2023
আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জানাবো Symphony i73 এর দাম কত বাংলাদেশে। Symphony বাংলাদেশে নতুন স্মার্ট ফোন Symphony i73 লঞ্চ করল। Symphony i73 এর অফিসিয়াল দাম ৬,৯৯৯ টাকা থেকে শুরু হয়েছে।


আজকে আমরা Symphony i73 এর দাম কত বাংলাদেশে এবং এর স্পিসিফিকেশন নিয়ে আলোচনা করব। Symphony i73 ফোনের দাম এবং বিভিন্ন তথ্য জানতে আমাদের পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

মেনু বিবরন
রিলিজ তারিখ নভেম্বর ২০২২
কালার অ্যাকোয়া গ্রিন, ফরেস্ট গ্রীন ও কোবার্ট ব্লু
নেটওয়ার্ক 2G, 3G, 4G
মেমোরি মোবাইলটি বর্তমানে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ফোনটির ফোন মেমোরি ভেরেন্ট হলো eMMC 5.1
অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন)
ইউএসবি টাইপ মাইকো ইউ এস বি পোর্ট
ডিসপ্লে মোবাইলটিতে ৬ ইঞ্চি আই পি এস এলসিডি ডিসপ্লে রয়েছে যার রেজুলেশন ৭২০×১৪৪০ পিক্সেল।
মেইন ক্যামেরা Symphony i73 ফোনটির পেছনের ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেটআপ রয়েছে। যা দ্বারা সর্বোচ্চ ১০৮০ fps রেজুলেশন এ ভিডিও করতে পারবেন।
সেলফি ক্যামেরা ফোনটির সামনে ৫ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
চিপসেট Symphony i73 ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে Unisoc SC9832E (28 ন্যানোমিটার)। অক্টাকোর স্পিড 1.4 GHz
ফিউচার ফোনটিতে ব্লুটুথ ভার্সন 5.0 রয়েছে। এছাড়াও জিপিএস, এফএম রেডিও সহ প্রয়োজনীয় প্রায় সকল সেন্সর রয়েছে।
ব্যাটারি ফোনটিতে ইন্টারন্যাশনাল ভার্সনে ব্যাটারি হিসেবে থাকছে 3150 mAh.

Symphony i73 এর দাম কত বাংলাদেশে | Symphony i73 price in Bangladesh 2023


ভেরিয়েন্ট দাম
2 জিবি র‍্যাম ও 32 জিবি রম ৬,৯৯৯ টাকা
৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম ৭,৪৯৯ টাকা

Symphony i73 ফোনটির বর্তমান সময়ের দাম তুলে ধরা হয়েছে। যেকোনো সময় এই ফোনের দাম কম বেশি হতে পারে। তাই ফোনটির অরজিনাল দাম সম্পর্কে জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন। অথবা এই মুহূর্তে সঠিক দামটি জানতে এখানে ক্লিক করুন।

Symphony i73 ফোনটির ভালো দিক

✅ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
✅ এইচডি প্লাস রেজুলেশন এর ডিসপ্লে
✅ সফটওয়্যার এক্সপেরিয়েন্স

Symphony i73 ফোনটির খারাপ দিক

❎ ডিজাইন
❎ ব্যাটারি ব্যাকআপ
❎ পারফরমেন্স

শেষ কথা

Symphony i73 ফোনটির দাম স্পিসিফিকেশন সম্পর্কে বিস্তারিত সকল তথ্য তুলে ধরা হয়েছে। ফোনটি কিনবেন নাকি কিনবেন না সেটা আপনার ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করবে। আমরা শুধু সঠিক তথ্য গুলো তুলে ধরার চেষ্টা করি। Symphony i73 price in Bangladesh 2023। সবাইকে ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url